লালপুরে যুবলীগ কর্মী নাজমুল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নাটোরের লালপুরে ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নাজমুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

রবিবার (২০ আগষ্ট) বিকেল ৫ টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজারে লালপুর-বনপাড়া সড়কে ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্থরের সাধারণ মানুষ।

এসময় নেতাকর্মীরা অভিযোগ করেন, এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকরতেই যুবলীগ কর্মী নাজমুলকে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা হত্যা করেছে। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করার দাবি জানান তারা।’ মিছিলটি ওয়ালিয়া বাজারের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি সামনে দিয়ে ঘুরে পুণরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্যদেন ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী, ওয়ালিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক আক্তারুজ্জামান প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় ওয়ালিয়া ইউনিয়নের নান্দ-রায়পুরে মনসা পূজার উপলক্ষে আয়োজিত মেলার প্রবেশপথে নাজমুলকে মোটরসাইকেল গ্যারেজ করতে বলেন মোটরসাইকেল গ্যারেজের মালিক জিয়া। এতে রাজি না হওয়ায় জিয়াসহ তার ৩-৪ জন সহযোগীর সঙ্গে নাজমুলের তর্ক হয়। এক পর্যায়ে হাতে থাকা ধারালো চাকু দিয়ে তাকে আঘাত করেন জিয়া। এতে গুরুতর আহত হন নাজমুল। পরে স্থানীয়রা আহত নাজমুল কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

   


পাঠকের মন্তব্য