লালমনিরহাটে রিকশার জন্য চালককে গলা কেটে হত্যা

নিহত রাশেদুল ইসলাম রাশেদ (৪৫)

নিহত রাশেদুল ইসলাম রাশেদ (৪৫)

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রাশেদুল ইসলাম রাশেদ (৪৫) নামে এক রিকশা  চালককে গলা কেটে হত্যা করা হয়েছে।এসময়ে, তার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। 

মৃত রাশেদুল ইসলাম রাশেদ উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা বালাপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। রিকশা চালিয়ে কোনো রকম সংসার চালাতেন সে।

সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের ডাকাত পাড়া ব্রিজের নিচ থেকে রিকসা চালক রাশেদের গলাকাটা মরদেহ উদ্ধার করে আদিতমারী থানা  পুলিশ। জানা গেছে, প্রতিদিনের মতো ২০ আগষ্ট রবিবার রিকশা নিয়ে বের হয়ে যায়। পরে সে আর বাড়ি ফেরে আসেনি।

 সোমবার সকালে স্থানীয়রা সারপুকুর ইউনিয়নের ডাকাত পাড়া ব্রিজের নিচে স্বর্ণামতি নদীতে তার মরদেহ ভাসতে দেখে আদিতমারী থানা পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।খবরপেয়ে, আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে  গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রাশেদের  মাথার পেছনে ও ঘাড়ে ধারালো অস্ত্রের দুটি কোপের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে,যাত্রীবেশী দুর্বৃত্তরা ব্রিজের নির্জন এলাকায় রাশেদকে কুপিয়ে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়ে রিকশা নিয়ে পালিয়ে যায়। ব্রিজে রক্তের চিহ্ন রয়েছে।  

এ বিষয়ে,আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক  বলেন, এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে মাঠে নেমেছে পুলিশ

   


পাঠকের মন্তব্য