পাইকগাছায় নবাগত ইউএনও মুহাম্মদ আল আমিনের যোগদান

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন

নবাগত পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ আল আমিন।  তিনি সোমবার সকালে বিদায়ী ইউএনও মমতাজ বেগম এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। 

এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, বিদায়ী ইউএনও মমতাজ বেগম ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সহ বিভিন্ন  সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নবাগত ইউএনও বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বিকালে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। 

মতবিনিময় কালে তিনি সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন, সাধারণ মানুষ যাতে কাঙ্খিত সেবা পায় এ লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকেও সে লক্ষ্যে কাজ করার নির্দেশনা দেন। উল্লেখ্য, মুহাম্মদ আল আমিন ২০১৭ সালে বিসিএস ৩৫ তম ব্যাচের প্রশাসনের সরকারি কর্মকর্তা হিসেবে প্রথমে নড়াইল ডিসি অফিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। 

এরপর তিনি ফরিদপুর ডিসি অফিস। ফরিদপুরের ভাঙ্গা, ফরিদপুর সদর, টঙ্গী রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর সর্বশেষ খুলনা ডিসি অফিসের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। গত ২০ আগস্ট তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

ইউএনও আর আমিন শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ-সখিপুর থানার মাধুরীসরকার কান্দি গ্রামের কৃতি সন্তান। ব্যক্তিগত জীবনে নবাগত ইউএনও’র পিতা অবঃ জনতা ব্যাংক কর্মকর্তা ছিলেন এবং মা গৃহিণী। 

উল্লেখ্য, বিদায়ী ইউএনও মমতাজ বেগম কে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। 

   


পাঠকের মন্তব্য