মোটর সাইকেলের ধাক্কায় নিহত সাবেক এমপি মোহাম্মদ উল্যাহ

নিহত সাবেক এমপি মোহাম্মদ উল্যাহ

নিহত সাবেক এমপি মোহাম্মদ উল্যাহ

লক্ষ্মীপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক এমপি মোহাম্মদ উল্যাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার (২৩ আগস্ট) বিকেলে ৩টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর সড়কের আলীয়া মাদ্রাসার সামনে দূর্ঘটনাটি ঘটে। মোহাম্মদ উল্যাহ ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত লক্ষ্মীপুর-৩ আসনের এমপি ছিলেন। এছাড়া তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১ম চেয়ারম্যান ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার মৃত আক্কাস মিয়া হাওলাদারের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে রেখেছেন। 

জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে আলীয়া মাদ্রাসার সামনে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক পারাপার হচ্ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়েন তিনি। পরে দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সদর হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার শিকার মোহাম্মদ উল্যাহকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।মোহাম্মদ উল্যাহ’র বড় ছেলে মো. রাকিব হোসেন তার বাবার মৃত্যুর বিয়য়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ উল্যা‘র মৃত্যুতে লক্ষ্মীপুর সদর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এবং একই আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ নোমান ও ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সত্তার শোক প্রকাশ করেছেন। 

আরো শোক জানিয়েছেন জাতীয় পাটি ও অঙ্গ সহযোগী সংগঠেনের নেতা কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন।

   


পাঠকের মন্তব্য