নন্দীগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মান; থানায় অভিযোগ

রাস্তা বন্ধ করে ঘর নির্মান; থানায় অভিযোগ

রাস্তা বন্ধ করে ঘর নির্মান; থানায় অভিযোগ

বগুড়ার নন্দীগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে রাস্তার উপরে ঘর নির্মান করায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেন ভরতেতুলিয়া গ্রামের আকবর আলীর ছেলে রফিকুল ইসলাম। 

অভিযোগকারী রফিকুল ইসলামের অভিযোগ থেকে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আব্বু বক্কর সিদ্দিক ওরফে (পোড়া) বেলঘরিয়া থেকে ভরতেতুলিয়া সংলগ্ন আজাদের বাড়ির পার্শ্বে এলজিডির রাস্তার ধারে লাগানো একটি পেয়ারা গাছ কেটে সরকারি রাস্তা বন্ধ করে ঘর নির্মান করেছে। 

অভিযোগকারী  রফিকুল ইসলাম  তার অভিযোগে বলেন, নন্দীগ্রাম উপজেলার বেলঘরিয়া থেকে ভরতেতুলিয়া গামী কার্পেটিং রাস্তা সংলগ্ন  সরকারি এলজিইডি রাস্তার একটি পেয়ারা গাছ কেটে রাস্তা বন্ধ করে ঘর নির্মান করছে মৃত আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক পোড়া (৬১)। 

আমি সহ স্থানীয় লোকজন বিবাদী আবু বক্কর সিদ্দিক অরফে পোড়াকে সরকারি রাস্তা বন্ধ করে ঘর নির্মান কাজে নিষেধ করলেও আবু বক্কর সিদ্দিক পোড়া সকলের কথা অমান্য করে উক্ত সরকারি জায়গায় জোর করে ঘর নির্মান কাজ চলমান রেখেছে। অভিযোগে তিনি আরো বলেন, রাস্তাটি বন্ধ করে ঘর নির্মান কাজ সম্পূর্ন করা হলে ওই এলাকার জনসাধারনের চলাচলের ব্যাপক বিঘ্ন ঘটবে।  

এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, উক্ত ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

   


পাঠকের মন্তব্য