ওয়াগনার প্রধান প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত করলো রাশিয়া

ওয়াগনারের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন

ওয়াগনারের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন

প্লেন দুর্ঘটনায় রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। রবিবার রাশিয়ার একটি বিশেষ তদন্তকারী দল এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। 

তদন্ত কমিটির প্রধান মুখপাত্র সেভেতলানা পেত্রেঙ্কো জানান, রাশিয়ার তদন্তকারীরা মরদেহগুলোর ডিএনএ পরীক্ষা করে দেখেছে। তিভার অঞ্চলে প্লেনটি ভূমিতে আছড়ে পড়ে। মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গের দিকে যাচ্ছিল প্লেনটি। প্লেনে থাকা ১০ যাত্রীর সকলের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে প্রিগোজিনকে বহনকারী প্লেনটি বিধ্বস্ত হয়। তিন ক্রু, প্রিগোজিন ও ওয়াগনারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাসহ মোট ১০ জন ওই প্লেনটিতে ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়। এমনকি নিহতদের সবার দেহ বিকৃত হয়ে যায়। ফলে পরবর্তীতে মরদেহগুলোর পরিচয় নিশ্চিত হতে জেনেটিক বিশ্লেষণ করা হয়।

সূত্র : আল-জাজিরা

   


পাঠকের মন্তব্য