ত্রিপুরা কল‍্যাণ ফাউন্ডেশন ও ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর স্থাপন 

দীপংকর তালুকদার এমপি

দীপংকর তালুকদার এমপি

রাঙ্গামাটিতে জেলা পরিষদের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন ও ছাত্রাবাস নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। 

রবিবার সকাল সাড়ে ১০ টায় শহরের গর্জনতলীতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন ও ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

জেলা ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল কান্তি ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সদস্য আশীষ কুমার চাকমা নব, মো. আবু তৈয়ব, জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক নতুন কুমার ত্রিপুরা, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে বসবারত সব জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাহাড়ের মানুষকে ভালবাসেন বলেই সমতলের মতো পার্বত্য চট্টগ্রামেও সমভাবে প্রতিটি সেক্টরে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

   


পাঠকের মন্তব্য