রাষ্ট্রপতির এপিএস সাগরের নিয়োগ বাতিল; প্রজ্ঞাপন জারি

সাংবাদিক মোহাম্মদ সাগর হোসেন

সাংবাদিক মোহাম্মদ সাগর হোসেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) সাংবাদিক সাগরের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এর আগে গত ৬ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীর আব্দুল মান্নান মিয়ার ছেলে সাগর হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হক রাষ্ট্রপতির এপিএস নিয়োগ পান। তবে কেন সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

এদিকে, এপিএস পদে সাগর নিয়োগ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে নিয়ে অনেকেই নানা প্রশ্ন তুলেছিলেন। তারা সেখানে বলেন, সাগর হোসেন দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক হয়ে কিভাবে রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেলেন। কারণ, সংগ্রাম পত্রিকা যেহেতু জামায়াতের, কাজেই সাগর হোসেনও তাদের লোক। আর কেনো নিয়োগ পেল না আওয়ামী লীগ সমর্থনকারী কোনো সাংবাদিক। 

   


পাঠকের মন্তব্য