কুমিল্লা থেকে চুরি হওয়া পিকআপ উদ্ধার 

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া

কুমিল্লা থেকে চুরি হয় একটি পিকআপ গাড়ি। সে গাড়ি কক্সবাজারে নিয়ে আসার পথে চকরিয়া থেকে উদ্ধার করেছে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ। এসময় জড়িত ২ জনকে আটক করা হয়েছে। 

রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়া বাজার থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমশার এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২২) ও একই জেলার চান্দিনা উপলের বড়িয়া কৃষ্ণপুর এলাকার মো. আবুল কালামের ছেলে মো. ইকবাল হোসেন (২৯)।

সোমবার সকালে চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র জানিয়েছেন, রবিবার কুমিল্লার বড়িচং এলাকা থেকে নীল রংঙের একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২১-০৩৬৫) চুরি করে কক্সবাজারে আনার তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে মোবাইল ও জিপিএস ট্রেকিং করে চকরিয়ার বড়ইতলী ইউনিয়নের বানিয়াছড়া বাজার থেকে কক্সবাজারমুখি পিকআপটি উদ্ধার করা হয়েছে। এসময় গাড়ি চুরিতে জড়িত দুইজনকে আটক করা হয়। 

তিনি আরও বলেন,সোমবার সকালে গাড়িটির মালিক কুমিল্লার দেবিদ্বার এলাকার মৃত অহিত মিয়ার ছেলে মো. মাহাবুব এসে গাড়িটি শনাক্ত করে। গাড়িটি মালিককে হস্তান্তর করে আটকদের কুমিল্লার বড়িচং থানা পুলিশের কাছে আইনগত প্রক্রিয়ার জন্য সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

   


পাঠকের মন্তব্য