ধর্ষকের বিচারের দাবীতে রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি

হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ

হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ

লংগদুতে নিজ বিদ্যালয়ের ছাত্রীর ধর্ষক আব্দুর রহিমের হাইকোর্টের জামিন বাতিল এবং তাকে পূনরায় গ্রেফতারপূর্বক যাবজ্জীবন সাজা বহালের দাবিতে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের ডাকে বুধবার (৩০ আগস্ট ২০২৩) রাঙামাটি জেলায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি করেছে। 

ধর্ষক আব্দুর রহিমকে তার পদ থেকে স্থায়ী বহিষ্কারসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাঙামাটি জেলা প্রশাসকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আধাবেলার অবরোধ শিথিল করে তিন ঘন্টায় নিয়ে আসা হয়। 

উল্লেখ্য যে, উক্ত দাবিতে গত সোমবার কুদুকছড়িতে আয়োজিত ঝাড়ু মিছিল পরবর্তী সমাবেশ থেকে দুই নারী সংগঠন রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে। তবে জেলা প্রশাসকের ধর্ষকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধের সময় কমিয়ে ৩ ঘন্টা করা হয়।

   


পাঠকের মন্তব্য