দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে দুইজনকে কারাদন্ড ও জরিমানা  

 নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার শেফা

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার শেফা

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে দুই ব্যাক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই দন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার শেফা। 

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ ও তার টিমের সদস্যরা তার সাথে ছিলেন। দণ্ড প্রাপ্তরা হলেন, পৌর শহরের কালিকাপুর  এলাকার মৃত মজিবরের ছেলে মুকুল (৫০) ও  চরভবশুর পশ্চিম পাড়া এলাকার মোঃ মিস্টারের ছেলে মোঃ ইসমাইল (২৬)।  

জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে বুধবার  বিকেলে  উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদলত। এ সময় কালিকাপুর এলাকার মুকুলের বাড়ীতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদী জব্দ করা হয় এবং ওই দুই ব্যাক্তিকে আটক করা হয়। পরে আটককৃতদের ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সাথে অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও পনেরো দিন বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। 

   


পাঠকের মন্তব্য