ভালুকায় পারিবারিক বিরোধে হামলা ও মারপিটের অভিযোগ

অতর্কিত হামলা ও মারপিটের অভিযোগ

অতর্কিত হামলা ও মারপিটের অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় পারিবারিক বিরোধের জেরে অতর্কিত হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতেঙ্গা গ্রামে।

লিখিত অভিযোগে সাতেঙ্গা গ্রামের মনির হোসেনের স্ত্রী শিমুল আক্তার বলেন, সাতেঙ্গা গ্রামের দুলাল মিয়া, গনি মিয়া, আতিকুল ও মফিজুল গংদের সাথে বিদ্যুতের লাইন ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। দুলাল ও গনি মিয়া গংরা গত ২৮ আগস্ট দুপুরে শিমুল আক্তারের বাড়িতে অতর্কিত হামলা চালায় ও শিমুল আক্তারকে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। 

পরে দুলাল মিয়া মিমুল আক্তারের গলায় থাকা ২৬ হাজার টাকা মুল্যের একটি স্বর্ণের চেইন ছিনাইয়া নেয় এবং সমিতি থেকে উত্তোলন করা হাতে থাকা ১০ হাজার টাকা গনি মিয়া জুরপূর্বক নিয়ে যায়। পরে শিমুল আক্তারের ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসতে থাকলে দুলাল মিয়া গংরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। 

পরে নিরাপত্তাহীনতায় ভোগতে থাকা শিমুল আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত দায়ের করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত গনি বলেন, আমাদের কে নিয়ে যে অভিযোগ করা হয়েছে তাহা মিথ্যা। 

ভালুকা মডেল থানার তদন্ত কারী এস আই মোস্তাফিজ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ঘটনা সত্য হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

   


পাঠকের মন্তব্য