কাঁদলেন কিম, আরও বেশি সন্তান নিতে আহ্বান

কোরিয়ান প্রেসিডেন্ট কিম জং উন

কোরিয়ান প্রেসিডেন্ট কিম জং উন

উত্তর কোরিয়ায় জন্ম হার কমে যাওয়ায় বেশ চিন্তিত হয়ে পড়েছেন কোরিয়ান প্রেসিডেন্ট কিম জং উন। সম্প্রতি এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলতে যেয়ে তিনি অনেকটা আবেগ তাড়িত হয়ে যান। ওই অনুষ্ঠানে তিনি নারীদের আরও অধিক সন্তান নেয়ার আহ্বানও জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিম জং উনের কান্না করার ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে কিম নিচের দিকে তাকিয়ে আছেন। আর এ সময় তাকে দেখা গেছে খুবই বিষণ্ণ। ওই অনুষ্ঠানে আগতরা কিমের এই অবস্থা দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিলেন।

প্রসঙ্গত, গত রোববার মায়েদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে কিম বলেন, সন্তান পালন করা গৃহস্থলি কাজের অংশ। মায়েদের উচিত আরও অধিক সন্তান নেওয়া।

ওই অনুষ্ঠানে কিম জাতি গঠনে মায়েদের অবদানের কথা তুলে ধরে তাদের ধন্যবাদ জানান। কিম বলেন, রাষ্ট্রীয় কাজে অনেক ব্যস্ত থাকতে হয় এবং অনেক কঠিন সময় পার করতে হয়। তবে আমি সব সময় মায়েদের কথা চিন্তা করি।

উল্লেখ্য, জাতিসংঘের জনসংস্থা বিষয়ক সংস্থা চলতি বছরের এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর কোরিয়ায় জন্মগ্রহণের হার ১.৮ শতাংশ। যা গত কয়েক দশকের তুলনায় অনেক কম। তবে উত্তর কোরিয়ার পার্শ্ববর্তী দেশগুলোতে জন্মহার অনেক ভালো।

উত্তর কোরিয়ায় গত বছর জন্মহার ছিল মাত্র ০.৭৮ শতাংশ। অন্যদিকে জাপানে ছিল ১.২৬ শতাংশ। উত্তর কোরিয়াতে বর্তমানে ২ কোটি ৫ লাখ জনসংখ্যা রয়েছে। তবে ১৯৯০ সালের দুর্ভিক্ষের পর দেশটিতে ক্রমাগতভাবে জন্মহার কমছে।

   


পাঠকের মন্তব্য