মার্কিন কংগ্রেসে আটকে গেল ইউক্রেনের সহায়তা বিল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন কংগ্রেসে আটকে গেল ইউক্রেনের সহায়তা বিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আবেদন সত্ত্বেও ইউক্রেন এবং ইসরাইলের জন্য ১০৬ বিলিয়ন ডলারের নতুন তহবিল আটকে দিয়েছেন রিপাবলিকান সিনেটররা। রয়টার্স, সিএনএন। 

বাইডেনের নতুন বিল নিয়ে বুধবার কংগ্রেসে ভোট হয়। যেখানে ৪৯ ভোট পক্ষে থাকলেও ৫২ ভোট বিপক্ষে যায়। বিপক্ষে ভোট বেশি থাকায় বিল পাশে ব্যাঘাত ঘটে। প্রত্যেক রিপাবলিক সিনেটর এ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। স্বাধীন সিনেটর বার্নি স্যান্ডার্সও বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। রিপাবলিকনরা বলেছেন, প্রতিদিন মেক্সিকো থেকে প্রায় ১০ হাজার অভিবাসী যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের কোনো পদক্ষেপ না থাকার অভিযোগে বিলিয়ন ডলারের নতুন তহবিল আটকে দেওয়া হয়েছে। ইউক্রেনকে আরও অর্থায়নের বিলে সমর্থন দেওয়ার বিনিময়ে মার্কিন অভিবাসন নীতিতে কড়াকড়ি চান কট্টর রিপাবলিকানরা। 

মেক্সিকোর সঙ্গে সীমান্ত নিরাপত্তা ইউক্রেনের জন্য অব্যাহত সমর্থনের জন্য একটি বড় বাধা হিসাবে আবির্ভূত হয়েছে। হাউজ এবং সিনেট রিপাবলিকানরা সীমানা প্রাচীরের পুনর্নির্মাণকে সমর্থন করছে। অভিবাসন এবং সীমান্ত ইস্যুর প্রধান রিপাবলিকান আলোচক সিনেটর জেমস ল্যাঙ্কফোর্ড বলেছেন, দক্ষিণ সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এটি সমাধান করার সময় এসেছে। সহায়তা বিল পাশে রিপাবলিকানদের সমর্থন পেতে এ বিষয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনার বিষয়ে তার ইচ্ছার ইঙ্গিত দিয়েছেন বাইডেন। বলেছেন, তিনি সীমান্ত ইস্যুতে গুরুত্বপূর্ণ আপস করতে ইচ্ছুক। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। 

বাইডেন বলেছেন, যদি কংগ্রেস এ বিলটি পাশ করতে ব্যর্থ হন তবে তা পুতিনের জন্য একটি উপহার হবে। কিন্তু আমরা পুতিনকে জিততে দিতে পারি না। বাইডেন সতর্ক করে বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া জয়ী হলে তা মস্কোকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মিত্রদের আক্রমণ করার অবস্থানে নিয়ে যাবে। 

এর জেরে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে হতে পারে। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক বলেছেন, মার্কিন সহায়তা দেওয়া না হলে যুদ্ধে রাশিয়ার কাছে হেরে যাওয়ার বড় ঝুঁকিতে পড়বে ইউক্রেন।

   


পাঠকের মন্তব্য