কোনো নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি

কোনো নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিই নির্বাচনের পথে প্রধান অন্তরায়। নিষেধাজ্ঞা এলে বিএনপির বিরুদ্ধে আসবে। তাই এ নিয়ে আওয়ামী লীগের কোনো উদ্বেগ নেই।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

নির্বাচন ঠেকাতে বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, নাশকতা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করা যাবে না। যারা নির্বাচনের কার্যক্রম বিপত্তি সৃষ্টি করবে, ভোটাররাই তাদের প্রতিহত করবে।

কোনো নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগের উদ্বেগ নেই জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দিতে চায় তাহলে বিএনপি ও তার দোসররাই নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। নিষেধাজ্ঞা এলে বিএনপির বিরুদ্ধে আসবে। বিএনপিই নির্বাচনের পথে প্রধান অন্তরায়। তাদের বিরুদ্ধে এখনো কেন নিষেধাজ্ঞা আসছে না, সেই প্রশ্ন করেন কাদের।

১৪ দল আর জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো সমঝোতা হয়নি জানিয়ে তিনি বলেন, এজন্য অপেক্ষা করতে হবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ১৭ তারিখের পরে আসন সমঝোতা নিয়ে কোনো সংকট থাকবে না।

   


পাঠকের মন্তব্য