খানখানাপুর মার্স একাডেমীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং

ফ্রি মেডিকেল ক্যাম্প

ফ্রি মেডিকেল ক্যাম্প

খানখানাপুর মার্স একাডেমীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর)  খানখানাপুর মার্স একাডেমীর উদ্যোগে এবং রাজবাড়ী লাইফ কেয়ার হাসপাতালের  আয়োজনে সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত খানখানাপুর দক্ষিণপাড়া মার্স একাডেমীতে  মেডিসিন, ডায়াবেটিস, রক্তের গ্রুপ নির্নয়,নাক কান গলা, শিশু বিশেষজ্ঞ, গায়নি বিশেষজ্ঞসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৭ শত অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।

পাশাপাশি তাদের মধ্যে রাজবাড়ী লাইফ কেয়ার হাসপাতালে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা নির্ণয়ের জন্য ৩০% ছাড় দেয়ার ব্যবস্থা জানানো হয়। ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চিকিৎসা দিতে রাজবাড়ী লাইফ কেয়ার  হাসপাতালের ৫ জন ডাক্তার নিয়োজিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন, লাইফ কেয়ার রাজবাড়ী ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নজরুল ইসলাম,চেয়ারম্যান মোহাম্মদ আমিন উদ্দিন মোল্লা,পরিচালক রাসেল মুন্সী রাজিম,পরিচালক আব্দুর রব সেক,মার্স একাডেমি পরিচালক শুভ্র নন্দী, গোলাম মোক্তাকিম শিমুল পরিচালক, ডা জহরুল হক পরিচালক,মিজানুর রহমান মিজান পরিচালক।

এসময়,মার্স একাডেমীর পরিচালকরা জানান সবসময়ই  যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করি।

   


পাঠকের মন্তব্য