পাইকগাছায় পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে দুই ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন

ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের সংবাদে অস্থির পেঁয়াজের বাজার। সারাদেশের মতো পাইকগাছায়ও কয়েক ঘণ্টার ব্যবধানে দফায় দফায় পেঁয়াজের দাম বাড়ে লাগামহীন। 

এমতাবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন এর নিদর্শনায় সোমবার বিকেলে উপজেলা সদরের কাঁচাবাজারে পেঁয়াজের বাজার দাম তদারকি করতে গিয়ে ক্রয়-বিক্রয় রশিদ প্রদর্শন না করা সহ বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীর প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা  ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। এসময়ে পেশকার মো. আনিছুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ, আনসার সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান বলেন, বেশি দামে পেঁয়াজ বিক্রি ও ক্রয় রশিদ প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করতে নির্দেশনা প্রদান করা হয়।

   


পাঠকের মন্তব্য