ভালুকায় বিনামূল্যে রক্তসেবা ক্যাম্পেইন 

ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি

ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি

ময়মনসিংহের ভালুকায় পুরুড়া আফাজ উদ্দিনের বাজারে ভিন্নরকম আয়োজন করে ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি পুরুড়া শাখা টিম। 

গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) পুরুড়া দারুস সালাম মাদরাসার ইসলামী মাহফিলে এই আয়োজন করা হয়৷ এলাকার যুবকদের রক্তের গ্রুপ নির্ণয়, ওজন পরিমাপ,  পেশার মাপা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা হয়।

পুরুড়া শাখা টিম লিডার মাওলানা শামীম আহমদের সভাপতিত্বে ও মাদরাসার মোহতামিম হাফেজ নজরুল ইসলামের মোনাজাতের মাধ্যমে বিনামূল্যে রক্তসেবা ক্যাম্পেইন শুরু হয় বিকাল নাগাদ, শেষ হয় রাত প্রায় দশটার দিকে। উক্ত ক্যাম্পেইনে প্রায় ৩০০ জন ব্যক্তি বিনামূল্যে এই সেবা গ্রহণ করেন। 

উক্ত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আশরাফুল আলম হাবিবী। বিশেষ অতিথি হিসেবে মুফতি যাকারিয়া মাহমুদ, জাকির হোসেন জাকারিয়া, আশরাফুল আলম রকি, মুকরামিন আহমদ সোহাগ, জিহাদ, মাওলানা মুফাচ্ছেল হোসাইন, হাফেজ রাজিব, জাহিদুল ইসলাম মাহমুদী, হাফেজ জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন, অমিত হাসান মাস্টার, শাফায়াত জামিল, রাসেল, সেলিম, মমিন, সামির, রিয়েল,বাইজিদ,হা:সিদ্দিকুর রহমান,মাও মতিউর রহমান, শেখ ফরিদ, লিটন, জাহিদুল ইসলাম রাব্বি, শরিফ,আরমান, হাফেজ জাকির, এনামুল সহ আরো অনেকেই। 

সেবা গ্রহিতাদের মাঝে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। মাহফিল কর্তৃপক্ষ এমন মানবিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং আবারো এমন ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য উপদেশ প্রদান করেন।

ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি পুরুড়া শাখা সহকারী টিম লিডার মাস্টার অমিত হাসান জানান, আমরা আমাদের নিজেদের অর্থায়নে এই মানবিক আয়োজনটি করেছি, ভবিষ্যতেও এমন আয়োজন করতে চাই, মানবিক যে কোন প্রয়োজনে সবার পাশে দাঁড়াতে চাই।

   


পাঠকের মন্তব্য