পাইকগাছায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

উপজেলা চেয়ারম্যান ও আ'লীগের সভাপতি মো. আনোয়ার ইকবাল মন্টু

উপজেলা চেয়ারম্যান ও আ'লীগের সভাপতি মো. আনোয়ার ইকবাল মন্টু

পাইকগাছায় যথাযত মর্যদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে কপিলমুনির মুক্তিযোদ্ধা বধ্যভুমিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সাড়ে ১১টায় উপজেলা মিলনাতনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ার ইকবাল মন্টু। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, এসিল্যান্ড মো. আরিফুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, ওসি মো.ওবাইদুর রহমান, ওসি (তদন্ত) রঞ্জন কুমার গাইন। সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ এর সঞ্চালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, কাজী তোকারেম হোসেন, শহিদ পরিবারের সন্তান অব. প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছামিউল আলম, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন, ইউপি চেয়ারম্যান কাওছার আলী জোয়াদ্দার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা  হাসিবুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান, অব. উপধ্যাক্ষ রমেন্দ্রনাথ সরকার, ক্ষেত্র রণধীর সরকার,  এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া। 

এসময়ে  বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

   


পাঠকের মন্তব্য