পাইকগাছায় এজলাসে অগ্নিসংযোগ; আটক ১ 

সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক

সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক

পাইকগাছায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে অগ্নিসংযোগের ঘটনায় থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। গত বুধবার রাতে আদালতের স্টোনো (টাইপিস্ট) বাদী হয়ে থানায় এ মামলাটি করেছেন। 

এ ঘটনায় থানা পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পাইকগাছা থানার অফিসার ইনচার্জ  মো. ওবাইদুর রহমান বলেন, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা কোকের বোতলে পেট্রোল ভরে কাঁচভাঙা জানালা দিয়ে আদালতের এজলাসে আগুন লাগিয়ে দেয়। আগুনে আদালতের এজলাসের কক্ষে থাকা আাসামী কাঠঘড়া,চেয়ার ও সোফা পুড়ে পুড়ে যায়। পুড়ে যাওয়া স্থান থেকে আলামত হিসেবে কোকের দুটি বোতল ও বাঁশের লাঠি জব্দ করা হয়েছে।

এঘটনায় আদালতের প্রশাসনিক শাখার টাইপিস্ট মোল্লা গোলাম সরোয়ার বাদী হয়ে বুধবার রাতেই থানায় বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। যার নং ০৭, তাং ১৩ ডিসেম্বর ২০২৩ ইং। এই মামলায় সন্দেহভাজন হিসেবে গদাইপুর ইউনিয়ন আনছার আলী মোড়লের ছেলে জাহিদুলকে (৪০) আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নবাগত অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান। 

তিনি আরো জানান, সিসি ক্যামেরার ফুটেজ ব্যবহার করে এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের জোর চেষ্টা করছে পুলিশ। এদিকে, বৃহস্পতিবার থেকে আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. পঙ্কজ কুমার ধর। 

উল্লেখ্য, গতকাল ঘটনাটি জানাজানি হলে সকালে খবর পেয়ে, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন, এসিল্যান্ড মো.আরিফুজ্জামান, ডিবির ওসি নাছির উদ্দীন, পাইকগাছা থানা (ওসি) মো. ওবাইদুর রহমান এবং বিকেলে জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচী সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এসময়ে তারা জানান, নাশকতাকারীরা এটা ঘটিয়েছে।

   


পাঠকের মন্তব্য