আবারো নন্দীগ্রামের ৩টি ট্রান্সফরমার চুরি

ট্রান্সফরমার চুরি (প্রতীকী ছবি) 

ট্রান্সফরমার চুরি (প্রতীকী ছবি) 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ফসলি মাঠ থেকে আবারো ৩টি ট্রান্সফরমার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। 

জানা গেছে উপজেলার সদর ইউনিয়নের ইসবপুর গ্রামের ফসলি মাঠ থেকে নজরুল ইসলামের ১০ কেভি, হাটলাল গ্রামের আব্দুর রউফের ৫ কেভি, ও একই গ্রামের রঘু তালুকদারের ৫ কেভি ট্রান্সফরমার গত বুধবার রাতে কে-বা কাহারা চুরি করে নিয়ে যায় এতে করে ধানের বীজতলা, আলু, সরিষা সহ ফসলি জমিতে সেচ ব্যবস্থা হুমকির মুখে পরার আশংখা রয়েছে। অতিদ্রুত সেচের জন্য ট্রান্সফরমারের ব্যবস্থা করা না গেলে বীজতলা সহ রবিশস্য নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। 

ভূক্তভোগী নজরুল,আব্দুর রউফ, ও রঘু তালুকদার এই প্রতিনিধিকে জানান, আমাদের ফসলি মাঠ থেকে গত বুধবার রাতে ১০ কেভি ও ৫কেভি ট্রান্সফরমার কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে এতে করে আমরা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছি। অতিদ্রুত যদি ট্রান্সফরমারের ব্যবস্থা করা না যায় তাহলে বীজতলা সহ রবিশস্য নষ্ট হওয়ার আশংক্ষা রয়েছে। উল্লেখ্য বিগত ১৫দিন আগেও উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের  ফসলি মাঠ থেকে ৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। 

জানতে চাইলে নন্দীগ্রাম থানার এএসআই বিকাশ চক্রবর্ত্তী জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 

   


পাঠকের মন্তব্য