পাইকগাছায় পৈত্রিক সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ 

দেবাশীষ ঢালী গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ

দেবাশীষ ঢালী গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ

পাইকগাছার লতায় প্রতিবেশীর বিরুদ্ধে পৈত্রিক ভোগদলীয় সম্পত্তিতে জোর পূর্বক ঘেরা বেড়া দিয়ে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় প্রতিপক্ষ দেবাশীষ ঢালী গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের হানি গ্রামের মৃত বিরেন্দ্রনাথ ঢালীর পুত্র অলোকেশ ঢালী দীর্ঘ দিন যাবৎ হানিমুনকিয়া মৌজায় ৩০২, ৩৮০, ৫৩৮ খতিয়ানের ৪৪২, ৪৪৩ ও ৪৪৪ দাগের তার পৈত্রিক সম্পতিতে বাড়ি ঘর নির্মাণ করে শান্তিপূর্ণ ভাবে বসবাস করছে। সোমবার সকালে প্রতিপক্ষ একই এলাকার সুবোল চন্দ্র ঢালী ও তার দুই ছেলে দেবাশীষ ঢালী এবং আশীষ ঢালী গংরা অলোকেশের জমিতে জোর পূর্বক ঘেরাবেড়া দিয়ে জবর দখল করার চেষ্টা করে। এ সময় অলকেশ বাধা প্রদান করলে প্রতিপক্ষরা গালা গালাজ সহ হুমকি দিয়ে চলে যায়। 

এ ঘটনায় অলকেশ চন্দ্র ঢালী বাদী হয়ে প্রতিপক্ষ সুবোল চন্দ্র ঢালীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান বলেন, জমির বিরোধে অভিযোগটি একজন অফিসার দ্বারা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

   


পাঠকের মন্তব্য