পাইকগাছায় গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষা সম্পন্ন

গ্রাম পুলিশ (সংগৃহীত ছবি)

গ্রাম পুলিশ (সংগৃহীত ছবি)

পাইকগাছায় পাঁচটি ইউনিয়নের ছয়টি ওয়ার্ডের শূণ্য পদে মহল্লাদার নিয়োগ পরীক্ষা সম্পন্ন  হয়েছে। সোমবার সকালে থেকে বিকাল পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫ টি ইউনিয়নের ৬টি শূণ্যপদে ২৩ জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

পরীক্ষায় প্রথম স্থান অধিকারীরা হলেন দেলুটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিধান বিশ্বাসের ছেলে তনয় বিশ্বাস। সোলাদানা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন মোড়লের ছেলে মো. ইসরাইল মোড়ল, গদাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আকবর আলী মোড়লের ছেলে মো. শফিকুল ইসলাম, রাড়ুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভবানীপুরের জালাল গাজীর ছেলে মো. আমিরুল গাজী, একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ভবানীপুর রাজকুমার দাশের ছেলে জয়দেব দাশ,  চাঁদখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গড়ের আবাদ গ্রামের মো. আব্দুল হামিদ মোড়লের ছেলে ওবায়দুল্লাহ মুজাহিদ। নিয়োগ প্রক্রিয়া অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার এলাকার সাধারণ মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে উপজেলা গ্রাম পুলিশ বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল- আমিন জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নের ছয়টি ওয়ার্ডের শূণ্য পদে মহল্লাদার পদে ২৮ প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই এ ২ জন বাতিল এবং ২৬ জনের বৈধ ঘোষণা করা হয়। এর ভেতর নিয়োগ পরীক্ষায় ২৩ জন অংশগ্রহণ করে। কোন অর্থনৈতিক লেনদেন ছাড়া মেধা ও স্বচ্ছতার মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকে পুলিশের ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক হওয়া সাপেক্ষে প্রার্থীদের নামে চুড়ান্ত নিয়োগ ইস্যু করা হবে। 

   


পাঠকের মন্তব্য