রশীদুজ্জামান বঙ্গবন্ধু'র নীতি-আদর্শ বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রশীদুজ্জামান

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রশীদুজ্জামান

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রশীদুজ্জামান নৌকা প্রতিকের মর্যাদা রক্ষা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি-আদর্শ বাস্তবায়নে কাজ করে যাবার প্রতিজ্ঞা করেছেন। 

সোমবার জেলা রিটানিং অফিসার কর্তৃক আনুষ্ঠানিক ভাবে নৌকা প্রতিক বরাদ্দ পেয়ে বিকেলে সড়ক পথে গাড়ি যোগে উপজেলার প্রবেশদ্বার কাশিমনগরে পৌঁছালে অপেক্ষামান শত-শত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্যেশ্যে তিনি এ প্রতিজ্ঞার কথা জানান। বঙ্গবন্ধুর তথা ১৭ কোটি মানুষের প্রিয় নৌকা প্রতিক জনগণের মাঝে উৎসর্গ করে তিনি সংক্ষিপ্ত বক্তৃতায় আরোও বলেন, ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের বিজয়ের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র স্মার্ট ও অসাম্প্রদায়িক  বাংলাদেশ নির্মাণে গ্রামে-গ্রামে নৌকা প্রতিকে ভোট প্রার্থনার জন্য দলীয নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। 

তিনি সন্ধ্যায় দলীয় কার্যালয়ে পৌঁছে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এর পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমিরণ সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, চাঁদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনছুর আলী গাজী, রাড়ুলী সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ. মজিদ গাজী, বিভূতি ভূষণ সানা, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার,  রিপন কুমার মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম, আরিফুজ্জামান তুহিন, আ. মান্নান গাজী, শাহজাদা মো. আবু ইলিয়াস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, আবুল বাসার বাবুল সরদার, পরেশ মন্ডল, শ্রমিক লীগের সভাপতি শেখ হারুন অর রশীদ হিরু, সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতীম চক্রবর্তী, মুক্ত অধিকারী রামকৃষ্ণ বাছাড়, ফাইমিন সরদার, আকাশ সহ অনেকে।

   


পাঠকের মন্তব্য