বগুড়া-৪ আসনে নৌকাকে ডিঙ্গিয়ে চোখ রাঙাচ্ছে ঈগল 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭জানুয়ারি ভোটকে সামনে রেখে প্রতিক বরাদ্দ দেওয়ার পর মাঠে নেমেই নির্বাচনি প্রচার প্রচারনা পোষ্টার টানানো, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করা সহ ব্যাস্ত সময় কাটাচ্ছে বগুড়া-৪ আসনের ১৪দল মনোনীত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস সহ সতন্ত্র প্রার্থীরা। 

বগুড়া-৪ আসনে সমাজতান্ত্রিক দল জাসদ আওয়ামী লীগ থেকে (নৌকা) প্রতিক নিয়ে রয়েছে ১৪দল মনোনীত প্রার্থী জেলা জাসদ সভাপতি সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। সতন্ত্র প্রার্থী হিসেবে (ঈগল) পাখি প্রতিক নিয়ে লড়ছেন বিএনপির চারবারের সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা। (লাঙ্গল) প্রতিক নিয়ে লড়ছেন জাতীয় পার্টির প্রার্থী শাহীন মোস্তফা কামাল ফারুক। সতন্ত্র প্রার্থী (ট্রাক) প্রতিক নিয়ে লড়ছেন মোশফিকুর রহমান কাজল। এবং (ডাব) প্রতিক নিয়ে লড়ছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। 

নন্দীগ্রাম উপজেলার ৫ ইউনিয়ন ও একটি পৌরসভা এবং কাহালু উপজেলার ৯ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ৩৯ বগুড়া-৪ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৫১৪ জন। এরমধ্যে নন্দীগ্রাম উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৬৪ জন ও কাহালু উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৪৫০ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৩৩৭ জন ও নারী ১ লাখ ৭৩ হাজার ১৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৬ জন। এদিকে সাধারণ জনগনের মাঝে নির্বাচনের আমেজ না থাকলেও থেমে নেই প্রার্থীরা। ভোটারদের দ্বারে ও বিভিন্ন ধর্মীয় অনুষ্টানে গিয়ে ভোট প্রার্থনা করছেন। অন্যদিকে ভোটের মাঠে মূল লড়াই হবে ১৪দল মনোনীত প্রার্থী জেলা জাসদ সভাপতি সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন (নৌকা) ও বিএনপির চারবারের সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা (ঈগল) এর মধ্যে। এদিকে নৌকা মার্কার প্রার্থীর ভোট  বিভিন্ন অভিযোগে বর্জনের ঘোষনা দিয়েছে উপজেলা জাসদ নেতারা। এতে করে কিছুটা বেকায়দায় রয়েছে নৌকা প্রার্থী সংসদ সদস্য রেজাউল করিম তানসেন। 

এদিকে নন্দীগ্রাম ও কাহালু বিএনপির ঘাটি নামে পরিচিত বিএনপির চারবারের সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা এবার সতন্ত্র নির্বাচন করলেও পুরাতন বিএনপি নেতাকর্মীসহ বিএনপির একাংশের সমর্থন পাচ্ছেন তিনি এতে করে কিছুটা বাড়তি সুবিধা পাবেন তিনি। ফলে এমপি হওয়ার দৌড়ে তিনি অনেকটা এগিয়ে এমনটাই শোনা যাচ্ছে সাধারন জনগনের মুখে। অন্যদিকে সতন্ত্র প্রার্থী (ট্রাক) প্রতিক নিয়ে লড়ছেন মুসফিকুর রহমান কাজল এর কথাও শোনা যাচ্ছে মানুষের মুখে। (ডাব) প্রতিক নিয়ে লড়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম ও (লাঙ্গল) প্রতিক নিয়ে লড়া জাতীয় পার্টির প্রার্থী শাহীন মোস্তফা কামাল ফারুক যে যার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারনা। অন্যদিকে সাধারন জনগনের মধ্যে আব্দুস ছামাদ নামের এক ভোটার জানান, বর্তমান সংসদ সদস্য নৌকা প্রার্থী রেজাউল করিম তানসেন অনেক উন্নয়ন মূলক কাজ করেছে এবারো আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই। 

পৌরসভার গোলাম মোস্তফা নামে এক ভোটার জানান, চারবারের সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা বিএনপির কোন পদে না থাকলেও আমরা তাকে বিএনপি হিসেবেই চিনি তিনি এবার সতন্ত্র প্রার্থী হলেও বিগত আমলে তিনি ও তার বাবা অনেক উন্নয়নমূলক কাজ করেছে আমরা আবারো তাকে ভোট দিয়ে এমপি হিসেবে জয়ী করতে চাই। ৩নং ভাটরা ইউনিয়নের  আরিফুল ইসলাম নামের আরেক ভোটার জানান, এতদিন অনেককেই দেখেছি এবার একটু (লাঙ্গল) প্রতিক নিয়ে লড়া জাতীয় পার্টির প্রার্থী শাহীন মোস্তফা কামাল ফারুক ভাইকে দেখতে চাই। অপরদিকে তরুনদের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের আগের মত জনপ্রিয়তা না থাকলেও অনেকেই তাকে এমপি হিসেবে একবার সুযোগ দিতে চায়। 

১নং বুড়ইল ইউনিয়নের তরুন ভোটার  সাজু আহমেদ জানান, অনেক এমপিকেই দেখলাম একবার হিরো আলমকে এমপি পদে সংসদে দেখতে চাই তিনি আমাদের জন্য কি করেন। সব ছাপিয়ে বগুড়া-৪ আসনে ত্রিমুখী লড়াই হবে এমনটাই মনে করছেন সাধারন জনগন।

   


পাঠকের মন্তব্য