সুন্দরগঞ্জের ২০হাজার চারাগাছ বিতরণ কার্যক্রম শুরু 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, প্রকৃতির সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়তে নিজ ইউনিয়নে নিজেস্ব অর্থায়নে ২০ ফলজ গাছের চারা বিতরণের কার্যক্রম শুরু করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৬নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম।

(২৮'ডিসেম্বর)বৃহস্পতিবার চারা গাছ বিতরণের কর্মসূচির অংশ হিসেবে ৫' হাজার আম, কমলা, মালটা,কাঠাল সহ বিভিন্ন ফলজ গাছের দুটি করে চারা বিতরণ করেছেন এলাকাসির মাঝে। চেয়ারম্যান চারা গাছ বিতরণের এমন মহৎ উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধীজন। 

চারাগাছ পেছে খুশি হয়ে আবেগ আপ্লুত হয়ে আব্দুল করিম ও  আমেনা বেগম বলেন, আমাদের জহুরুল চেয়ারম্যান খুবই ভালো মানুষ সব সময় তাকে বিপদে কাছে পাই। আজ আমাদের ফলের গাছ দিলো খুবই ভালো লাগছে। গাছে ফল হলে পরিবার সহ চেয়ারম্যানকেও খাওয়াবো। আল্লাহ্ চেয়ারম্যানের ভালো করুক।

চারাগাছ বিতরণ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন- আমাদের আশেপাশে যে পরিমাণ গাছ নিধন হচ্ছে কিন্তু ঐ পরিমাণে গাছ রোপন হচ্ছে না।আমাদের বর্তমানে যে পরিবেশ।ফলের  পুষ্টির চাহিদা পূরণ।  আমাদের ও আমাদের ছেলেদের অক্সিজেন দরকার।আমরা সন্তানদের জন‍্য গাড়ি বাড়ি অনেক কিছু করতেছি কিন্তু তাদের যে মহা মূল‍্যবান অক্সিজেন যার মাধ‍্যমে বেচে থাকবে সেই অক্সিজেনের ব‍্যবস্থা আমরা করতেছি। এই পেক্ষিতেই আমি আমার ইউনিয়নের প্রত‍্যেকটি পরিবারে দুটি করে চারাগাছ বিতরণের উদ‍্যোগ নিয়েছি। 

   


পাঠকের মন্তব্য