তারাকান্দায় স্থানীয় সরকার দিবসে আলোচনা সভা ও মেলার উদ্বোধন

তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত
প্রথমবারের মতো স্থানীয় সরকার দিবস উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে তারাকান্দায় আলোচনা সভা ও তিনদিনব্যাপী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
দিবসটির এবারে প্রতিপাদ্য- সেবা ও উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নে উদ্ভাবনে স্হানীয় সরকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন,স্থানীয় সরকার একটি সেবামূলক প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জনগণে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয় এবং জনগণকে কাঙ্খিত সেবা-প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ।
সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা, ও ইউনিয়ন পর্যন্ত পাঁচ স্তরের স্হানীয় সরকার ব্যবস্হা রয়েছে। তিনি আরো বলেন,স্থানীয় সরকার বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়নসহ সামাজিক কর্মকাণ্ডের সাথে সাধারণ জনগণের পাশে গিয়ে কাজ করে থাকে। এই দিবসটি পালনের মাধ্যমে স্হানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে এবং সেবাপ্রাপ্তি হবে সহজ ও ঝামেলা মুক্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. ফজলুল হক।
আরও বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন,ডাঃ ফারজানা নাসরিন সেজতি,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাহিয়ান কান্তি নওরীন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম তালুকদার,ইউপি সচিব মাহতাব উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জুবায়ের হোসেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুবেল মন্ডলসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ প্রমূখ। পড়ে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়। র্যালীতে বিভিন্ন শ্রেণী পেশার জনগণ অংশ নেন। উল্লেখ্য,তিন দিনব্যাপী মেলায় মোট ২৮ টি স্টল হয়েছে।
পাঠকের মন্তব্য