সুন্দরগঞ্জে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

সাংসদ সদস্য আলহাজ্ব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী
গাইবান্ধার সুন্দরগঞ্জে উত্তর সাতগিরী বাইতুন্ন নুর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর সাতগিরী গ্রামে এ মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন ২৯'গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।
মসজিদ কমিটির আয়োজনে ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভায় মসজিদের সভাপতি ইউনুছ আলী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টর শামীম হায়দার পাটোয়ারী বলেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, মেরামত, সংস্কারে দান সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয়। তাই পৃথিবীজুড়ে লাখও দৃষ্টিনন্দন মসজিদ গড়ে উঠেছে মুসলিমদের স্বতস্ফূর্ত দানকৃত অর্থ ও সম্পদে। আল্লাহ তায়ালা এর জন্য পুরস্কার ঘোষণা করেছেন। হাদিসে আছে মহানবী রাসুল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করল তার জন্য তিনি জান্নাতে ঘর নির্মাণ করবেন।
এতে আরো বক্তব্য রাখেন বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল হক রেজা,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা নজমুল হুদা,জাপা নেতা মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম, আঃ মজিদ, আঃ কাফি, বাদশা, নজরুল ইসলাম প্রমূখ।
উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
পাঠকের মন্তব্য