নন্দীগ্রামে জমি দখলের চেষ্টায় থানায় অভিযোগ

আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা

আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা

বগুড়ার নন্দীগ্রামে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করায় থানায় অভিযোগ করা হয়েছে। উপজেলার আপুছাগাড়ী গ্রামের মৃত মজিবর রহামনের ছেলে আব্দুল জলিল শুক্রবার (২৯ ডিসেম্বর) নন্দীগ্রাম থানায় একটি অভিযোগটি দায়ের করেন। 

দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, মৃত মজিবর রহামনের ছেলে আব্দুল জলিল, খলিলুর রহমান ও আব্দুল লতিফকে আফুছাগাড়ী মৌজার যাহার আর,এস,খতিয়ান-১১৬, সাবেক দাগ নং-৪,৭৬,৮০,৯১,১০৮ হাল-৪,২১,২৭,১৫৯ পরিমান দুই একর ৪২শতক কবলা দলিল করে দেয়,সেই মূলে তারা খাজনা খারিজ করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। হঠাৎ করে একই গ্রামের মছির উদ্দিন,হাফিজুর রহমান,হানিফুর রহমান,হাবিবুর রহমান ও খাশপাড়া গ্রামের নূর আলীসহ দলবল নিয়ে তাদের জমি দাবী করে জোরপূর্বক  জবরদখলের চেষ্টা করছে। 

এবিষয়ে আব্দুল জলিল বাদী হয়ে নন্দীগ্রাম সহকারী জজ আদালতে মামলা করলে গত ১/১০/২০২৩ ইং তারিখে আদালত বিবাদী মছির উদ্দিন গংকে নালিশী জমিতে না যাওয়ার জন্য আদেশ জারী করেন। কিন্তু মছির উদ্দিন গংরা আদালতের আদেশকে অমান্য করে জোর করে জমি দখলের চেষ্টা করে। এসময় বাদীগন বাধাপ্রদান করলে বিবাদী মছির উদ্দিনগং নানা ধরনের মারপিট,গালি গালাজ সহ প্রাণনাশের হুমকি প্রদান করে। নিরুপায় হয়ে বাদী আব্দুল জলিল গত ২৯ডিসেম্বর নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

অভিযোগটি নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন থানার ওসি তদন্ত জামিরুল ইসলামকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এবিষয়ে থানার তদন্ত অফিসার জামিরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, আগামী মঙ্গলবার উভয় পক্ষকে থানায় হাজির হওয়ার জন্য বলা হয়েছে বিষয়টি খুব দ্রত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এবিষয়ে বিবাদীর ছেলে হাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন,নালিশী জমিতে কোন নিষেধাজ্ঞা নাই যার কারনে জমি দখলে যাচ্ছি।

   


পাঠকের মন্তব্য