রানীশংকৈলে ভোট বর্জনের সমর্থনে ঝটিকা মিছিল

উপজেলা পৌর বিএনপি ও ছাত্র দল

উপজেলা পৌর বিএনপি ও ছাত্র দল

ঠাকুরগায়ের রানীশংকৈলের পৌরশহরের পাকা রাস্তায় শনিবার ৬ জানুয়ারী সন্ধ্যায় উপজেলা পৌর বিএনপি ও ছাত্র দল হরতাল ও ভোট বর্জনের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের হয়। এ সময় শহরের বন্দর চৌরাস্তা থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জানা যায়  রাণীশংকৈল পৌর শহরের আশপাশের দোকানপাটে ও রাস্তায় চলাচল করা লোকজনের মধ্যে আতঙ্কিত হয়ে পরে। 

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই পৌর বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মী ভোটের ঠিক আগের দিন সন্ধ্যায় একটি ঝটিকা মিছিল ও স্লোগানের মাধ্যমে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এ সময় তারা মিছিলে বলতে থাকে ভোট দিতে যাবে যে, গণতন্ত্রের শত্রু সে।' প্রহসনে নির্বাচন মানি না মানবো না, নিশি রাতে নির্বাচন মানিনা মানবোনা। ইত্যাদি ইত্যাদি  বলে স্লোগান দিতে থাকে। 

এ বিষয়ে রাণীশংকৈ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে   বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠালে সেখানে আর কাউকে পাওয়া যায়নি। 

ঠাকুরগাঁও-৩ নির্বাচনী আসনের সহকারী রিটানিং ও রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, এ বিষয়ে আমি খবর পেয়েছি।।তবে আইন-শৃঙ্খলার কোন অবনতি ঘটেনি। কোন ঘটনা ঘটলে ব্যবস্থা। 

   


পাঠকের মন্তব্য