বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে

ভোট গ্রহণ শেষ, এবার গণনার পালা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনের ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে চলে ভোটগ্রহণ।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, রোববার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণের প্রথম সাত ঘণ্টায় সারা দেশে ২৭ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে।

ইসি সচিব বলেন, ৭টি কেন্দ্রের ভোট বাতিল, প্রিজাংডিং কর্মকর্তাসহ ১৫ জন গ্রেফতার হয়েছেন। এ পর্যন্ত ২ জন প্রিজাইডিং অফিসার হার্ট অ্যাটাকে মারা গেছেন।  জাল ভোট ও অনিয়মের কারণে ৭ টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। ভোট পড়ার হার ঢাকায় ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ এবং বরিশাল ৩১ শতাংশ।

ভোটগ্রহণ চলাকালে যশোর, লালমনিরহাট, বগুড়া, রাজধানীর হাজারীবাগসহ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম, জামালপুর, ফরিদপুরসহ আরও কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন।

   


পাঠকের মন্তব্য