গাইবান্ধা-১ আসনে চমক দেখালেন স্বতন্ত্র প্রার্থী নাহিদ নিগার 

স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লা নাহিদ নিগার

স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লা নাহিদ নিগার

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে পুরনো ও অভিজ্ঞ জাতীয় পার্টির (জাপা) প্রার্থী দুইবারের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লা নাহিদ নিগার। ঢেঁকি প্রতীকে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার পেয়েছেন ৬৬ হাজার ৪৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৪৩ হাজার ৪৮৯টি ভোট।

রোববার (৭ জানুয়ারি) আসনটির ১১৪টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।

ইঞ্জিনিয়ার আব্দুল্লা নাহিদ নিগার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারীর মেয়ে। নাহিদ নিগার এই আসনের প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের ভাগ্নি। জোটগত সিদ্ধান্তে জাতীয় পার্টিকে গাইবান্ধা-১ আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। এ কারণে নৌকার মনোনয়ন পেয়েও প্রার্থিতা প্রত্যাহার করতে হয় আফরুজা বারীকে। তবে, প্রার্থিতা প্রত্যাহার করলেও তার মেয়ে নাহিদ নিগার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

গাইবান্ধা-১ আসনে ইঞ্জিনিয়ার নাহিদ নিগারসহ প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১০ জন প্রার্থী। এর মধ্যে জাসদ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও বাংলাদেশ কল্যাণ পার্টিসহ দলীয় প্রার্থী ছয়জন, বাকি চারজন স্বতন্ত্র প্রার্থী।

আসনটিতে ১১৪টি ভোটকেন্দ্রে মোট ভোটার তিন লাখ ৯১ হাজার ৪৬০ জন। রোববার সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ। ভোটগ্রহণের শেষপর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে, লাঙলের প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ঢেঁকি প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বেশ কিছু কেন্দ্রে প্রভাব বিস্তার এবং কেন্দ্র দখল করে সিল মারার চেষ্টাসহ এজেন্ট ও কর্মী-সমর্থকদের হুমকি-ধমকির অভিযোগ তোলেন।

জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ২০১৭ সালের উপ-নির্বাচনে এমপি নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনেও লাঙ্গল প্রতীকে এমপি নির্বাচিত হন তিনি।

   


পাঠকের মন্তব্য