ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ

স্বাধীনতার মহান স্থপতি, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ।  

১০ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া বাদশার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, সহসভাপতি মইনুল হক খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, নজরুল ইসলাম বকসি,  উপজেলা কৃষক লীগের সদস্য সচিব লুৎফর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি নজির হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শামীমা আক্তার পারুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল পোদ্দার বক্তব্য রাখেন। 

উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাকারিয়া মিঞার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হযরত মাওলানা মঞ্জুরুল ইসলামের পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান দুলাল, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বন্ধন, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলজার হোসেন মন্ডলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। 

   


পাঠকের মন্তব্য