এমপি সায়েমকে গণসংবর্ধনা দিল হালুয়াঘাটবাসী

সতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম সংসদ সদস্য বিজয়ী হওয়ায় গণসংবর্ধনা

সতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম সংসদ সদস্য বিজয়ী হওয়ায় গণসংবর্ধনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়াম্যান সতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম সংসদ সদস্য বিজয়ী হওয়ায় গণসংবর্ধনা দিয়েছে হালুয়াঘাট বাসী। 

রবিবার দুপুরে জয়িতা চত্বরে শাকুয়াই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো.নাজিম উদ্দিন এর সভাপতিত্বে ও হালুয়াঘাট উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব এর সঞ্চালনায় মাহমুদুল হক সায়েম কে ফুল ও ক্রেস দিয়ে গণসংবর্ধনা দেওয়া হয়।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কামরুল ইসলাম, মো. নবী হোসেন নবী,রফিকুল ইসলাম বাদশা,৮নং নড়াইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, উপজেলা আওয়াীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আহসান লিটন ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনষ্ঠানে সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম বলেন আমি আপনাদেরই ভাই, আপনাদেরই মানুষ। আমাকে নতুন করে সংবর্ধনা দেওয়ার কিছু নেই। তিনি হালুয়াঘাট ও ধোবাউড়া বাসির সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ৭ জানুয়ারী নির্বাচন ছিল হালুয়াঘাট ও ধোবাউড়া বাসীর ভাগ্যের পরিবর্তনের নির্বাচন। বর্তমান সরকার স্মাট বাংলাদেশ গড়তে যে উন্নয়নের মহাসড়কে উঠেছে সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতেই আপনারা ভোটের মাধ্যমে আমাকে সংসদ সদস্য বানিয়েছেন।

মাহমুদুল হক সায়েম আরো বলেন হালুয়াঘাট ও ধোবাউড়া কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি থাকবে না। যদি কেউ চাঁদা দাবি করে সাথে সাথে আমাকে জানাবে আমি তাদের বিরুদ্বে ব্যবস্থা গ্রহণ করব। আপনারা ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য বানিয়েছেন আমার উপর এখন গুরু দায়িত্ব এলাকার কাচা রাস্থাঘাট নির্মান সহ কৃষিখাতে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ এক টুকরো জমি পতিত রাখা যাবে না, তাই সিমান্তবর্তী কৃষি জমিতে চাষাবাদের জন্য সেচের ব্যবস্থা করতে হবে। 

   


পাঠকের মন্তব্য