মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর ১২ তম ওফাত দিবস পালিত 

হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম

হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বায়াজিদ খান পন্নীর ১২ তম ওফাত দিবস।

আজ মঙ্গলবার (১৬ই জানুয়ারি) হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা উপমহাদেশের প্রখ্যাত পন্নী পরিবারের উত্তরসূরি, বিশিষ্ট ইসলামি দার্শনিক, চিন্তাবিদ, সংগঠক, সমাজ বিপ্লবী, আলোড়ন সৃষ্টিকারী বহু গ্রন্থের লেখক, রাজনীতিবিদ, শিকারি, উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক মোহাম্মদ বায়াজিদ খান পন্নীর ১২ তম ওফাত দিবস উপলক্ষে তাঁর স্মরণে সারাদেশে হেযবুত তওহীদ কর্তৃক আলোচনা সভা, দোয়া মাহফিল, কাঙালি ভোজ এবং অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়। 

এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় হেযবুত তওহীদের কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে আলোচনা ও দোয়ায় মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় মোহাম্মদ বায়াজিদ খান পন্নীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে হেযবুত তওহীদের প্রায় প্রতিটি জেলা শাখা অনুষ্ঠানের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম। 

প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন- তিনি একজন ক্ষণজন্মা মহাপুরুষ ছিলেন যার আগমনে পৃথিবীতে বিরাজিত অন্ধকার দূর হয়ে আলোকবর্তিকা ফিরে পেয়েছে। মানুষ যখন হতাশায় নিমজ্জিত, পথহারা, দিশেহারা, হাজারও ফেরকা-মাযহাবে বিভক্ত, পথের দিশা পাচ্ছিল না; ধর্মব্যবসা উগ্রবাদীদের আস্ফালনে সমাজ অন্ধকারাচ্ছন্ন ঠিক এমন একটি মুহূর্তে আলোকবর্তিকা ও হেদায়াতের বাণী নিয়ে আবির্ভূত হন যামানার এমাম এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নী। তিনি এমন একজন মহাপুরুষ ছিলেন যাঁর জীবনে একটা মিথ্যা কথা বলার রেকর্ড নেই, নৈতিক স্খলনের নজির নেই। যিনি জীবনের শেষ দিন পর্যন্ত নিজে রোজগার করে জীবিকা নির্বাহ করেছেন। তাঁর মত একজন মহামানবের আগমনে মানবজাতি ধন্য বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান হতাশাগ্রস্ত মানবজাতির উত্থান ঘটাতে হলে জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নী কর্তৃক উত্থাপিত প্রস্তাবনার উপর ঐকমত্য হবার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। 

অনুষ্ঠানে মানবতা প্রতিষ্ঠায় তাঁর সংগ্রামী জীবন নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাঁর সহধর্মিণী হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, তাঁর কনিষ্ঠ কন্যা হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী, তাঁর জ্যেষ্ঠ কন্যা হেযবুত তওহীদের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী প্রমুখ। 

এদিন ঢাকার বিভিন্ন শাখাসহ দেশের প্রতিটি থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এই মহামানবের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়।

   


পাঠকের মন্তব্য