মায়ানমারে চোরাই পথে তৈল পাচাররকালে দু'জন আটক

 তৈল পাচাররকালে দু'জন আটক

তৈল পাচাররকালে দু'জন আটক

বাংলাদেশ-মায়ানমার সীমান্ত দিয়ে চোরাই পথে জ্বালানি তৈল, পেঁয়াজ ও রসুন সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাচার করে আসছে একটি সিন্ডিকেট। এসব বন্ধে কঠোর ভাবে নজরদারি সহ পাচারকারীদের ধরতে মাঠে নেমেছে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫ এর একটি টিম কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে তৈল ভর্তি  ২৫টি ড্রাম,পেঁয়াজ, রসুন ও আদা জব্দসহ পাচারে জড়িত দু'জনকে আটক করেছে। গত ১৬ জানুয়ারি বিকেলে টেকনাফে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। 

র‌্যাব জানায়,সাম্প্রতিক সময়ে কক্সবাজারের সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে চোরাকারবারী জ্বালানী তৈল অকটেনসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অবৈধভাবে চোরাচাইপথে পাচার করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল টেকনাফের সাবরাং এর ৭নং ওয়ার্ডের শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার ডাঙ্গরপাড়া-মাঝেরপাড়ায় অভিযানে গেলে পাচারকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুজনকে আটক করেছে। এসময় তাদের আরেক সহযোগী কৌশলে পালিয়ে যায়। 

ঘটনাস্থল থেকে ২৫টি ড্রামে সর্বমোট ১ হাজার ৪শত ১৫ পনের লিটার অকটেন, ৪০ কেজি পেঁয়াজ, ৩১ কেজি রসুন, ৩৬ কেজি আদা উদ্ধার এবং ৩টি সীমসহ ১টি বাটন ও ১টি স্মার্ট ফোন জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন,টেকনাফ সাবরাং এর ৭নং ওয়ার্ডের মাঝেরপাড়ার আমান উল্লাহ'র ছেলে ফয়েজ উল্লাহ, একই এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুল্লাহ। 

উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতারকৃত ও পলাতক চোরকারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

   


পাঠকের মন্তব্য