বিট কর্মকর্তার উদাসীনতায় দখল হচ্ছে বনভূমি 

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়ায় বনভূমি দখল ও বিক্রিসহ বনভূমিতে স্হাপনা নির্মাণের হিড়িক পড়েছে। পানেরছড়া বিট কর্মকর্তার উদাসীনতায় এই কর্মযজ্ঞ চলছে। 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের পানেরছড়া বিটে বনভূমি দখল করে মোটা অংকের টাকায় বিক্রি,পাহাড় কাটা,বালু উত্তোলন সহ বনভূমিতে অবৈধ স্হাপনা নির্মাণ করলেও ঘুমিয়ে আছে বিট কর্মকর্তা জলিলুর রহমান। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়া বিটের পশ্চিম পাশের মগেরঘোনা,বনতলা,চাইল্যাতলী,তুলাবাগান সহ বিভিন্ন এলাকায় বনভূমি দখল, পাহাড় কেটে মাটি পাচার, অবৈধ স্হাপনা নির্মাণ,কাঠ পাচার ও বনভূমি বিক্রি করছে একটি অসাধু চক্র। 

বনবিভাগের দাবি, অবৈধ স্হাপনা নির্মাণকারী, বনভূমি দখলকারী ও কাঠ পাচারকারীরা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে এসব করে যাচ্ছে। 

স্হানীয় সচেতন মহল বলেন, বিট কর্মকর্তা জলিলুর রহমান এর রহস্যজনক ভূমিকার  কারনে বনভূমি দখল থেকে শুরু করে কাঠ পাচার,পাহাড় কেটে মাটি পাচার ও অবৈধ স্হাপনা নির্মাণ হচ্ছে। 

এবিষয়ে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত বলেন, বনভূমি রক্ষায় বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।পাশাপাশি বন বিভাগের অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। 

   


পাঠকের মন্তব্য