নাইক্ষ্যংছড়িতে ৩ ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা 

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ইটভাটাকে ৪ লক্ষ টাকা  জরিমানা করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত সোনাইছড়ি ও ঘুমধম ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া জানান,নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নে ৩টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অনুমতি ছাড়া ইটভাটা পরিচালনা ও বনের কাঠ ব্যবহার করার দায়ে তিন ইটভাটা মালিক'কে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

   


পাঠকের মন্তব্য