শহরে সন্ত্রাসী হামলায় গৃহবধূ গুরুতর আহত

এক গৃহবধু গুরুতর আহত

এক গৃহবধু গুরুতর আহত

কক্সবাজার পৌরসভার পূর্ব ঘোনাপাড়ায় সন্ত্রাসীদের দায়ের কুপে এক গৃহবধু গুরুতর আহত হয়েছে। আহত নিলুফা আক্তার কক্সবাজার পৌরসভার পূর্ব ঘোনাপাড়া এলাকার সিরাজুল ইসলাম এর স্ত্রী এবং কক্সবাজার সংবাদপত্র হকার সমিতির সভাপতি শহিদুল ইসলাম এর বোন বলে জানা গেছে। আহত নিলুফা আক্তার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত ১৮ই জানুয়ারী (বৃহস্পতিবার)সন্ধ্যা আনুমানিক ৬টার সময় পৌরসভার পূর্ব ঘোনাপাড়া মহেশখালীয়া পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। এঘটনায় ভিকটিম নিলুফা আক্তার এর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ৫ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন। 

হামলাকারীরা হলেন, কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব ঘোনারপাড়ার নুর আয়েশ ও তার স্বামী কসাই আনু, আনুর দুই ছেলে রাসেল, জিসান ও মেয়ে মায়াতু।

এজাহারে সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে আহত নিলুফা আক্তার তার বড় ভাই কক্সবাজার পত্রিকার হকার সমিতির সভাপতি শহিদ হতে ২০ (বিশ) হাজার টাকা হাওলাদ করে নিজ বাড়িতে রওয়ানা করে। পূর্ব ঘোনারপাড়া মহেশখালীয়া পাড়া নামক স্থানে পৌঁছলে পূর্বে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা অতর্কিত তার উপর হামলা করে টাকা ছিনিয়ে নিতে ব্যর্থ হওয়ায় সন্ত্রাসীরা দায়ের কুপ দিয়ে মাথায় আঘাত করে। এক পর্যায়ে নিলুফা আকতার অজ্ঞান হয়ে পড়লে সন্ত্রাসীরা তার কাছে থাকা মোবাইল,নগদ টাকা,স্বর্ণলংকার যার আনুমানিক মূল্য প্রায় ২ (দুই লক্ষ টাকা) নিয়ে ঘটনাস্থল পালিয়ে যায়। 

পরে নিলুফা আকতারের স্বামী সিরাজুল ইসলাম ও স্হানীয় লোকজনের সহযোগীতায় নিলুফা আক্তার'কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এবিষয়ে লিখিত এজাহার পেয়েছি। তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

   


পাঠকের মন্তব্য