পাইকগাছায় যুগ্ম-আদালত একান্ত আবশ্যক: রশীদুজ্জামান 

নব-নির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান

নব-নির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান

পাইকগাছা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় অন্যান্য বক্তাদের সাথে একাত্মতা প্রকাশ করে খুলনা- ৬ (কয়রা-পাইকগাছা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। 

তিনি ছিলেন ৭ কোটি মানুষের মনিকোঠায়। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘবে দেশ- বিদেশের এপ্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ছুটে চলেছিলেন। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাঁর সেই স্বপ্ন পূরণ করেছে। তিনি আরো বলেন, কয়রা-পাইকগাছা অঞ্চলের মানুষের জনদুর্ভোগ কমাতে পাইকগাছায় যুগ্ম - আদালত একান্ত আবশ্যক। কয়রা'র প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা শহর খুলনায় একজন মানুষের বিচার পেতে দেড় থেকে দুই শত কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। পৌঁছানোর পর অনেক সময় কোন কারণে আদালত না বসে ভোগান্তির শেষ থাকে না। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের যে ভিশন রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা, বাস্তবায়নে বিচারকি কার্যক্রম দোরগোড়ায় পৌঁছাতে আমি এমপি নির্বাচিত হওয়ার পূর্বে থেকে এ  দাবির সঙ্গে যুক্ত ছিলাম। এখনো আছি। 

এছাড়া জনদুর্ভোগ কমাতে জেলখানাটা চালু রাখতে আমার চেষ্টার কমতি থাকবে না। এঅঞ্চলের উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
রবিবার সকালে আইনজীবী ভবনে পাইকগাছা আইনজীবী সমিতি কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যমনি হিসেবে এসব কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. পঙ্কজ কুমার ধর। সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন এর সঞ্চালনায় বক্তৃতা করেন, সিনিয়র আইনজীবী কিশোরী মোহন মন্ডল,  সমীর কুমার বিশ্বাস, চিত্তরঞ্জন সরকার, সাবেক সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল ও জিএম আ. সাত্তার, শেখ আবুল কালাম আজাদ, এসএম মুজিবর রহমান,‌পরিমল সরকার, পীযুষ কান্তি সরকার, কালিপদ মন্ডল, প্রধীশ হালদার, প্রশান্ত ঘোষ, সুকল্যাণ সানা, অরুন মন্ডল,  মোঃ শফিকুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, অজিত কুমার মন্ডল, এটিএম নাদিরুজ্জান, মো. আমিনুল ইসলাম, প্রশান্ত মন্ডল,  শেখ আব্দুর রশীদ, অবনী মোহন সানা,  সুরেশ চন্দ্র রায়,  সুকান্ত রায়, সুকুমার দেবনাথ, মনিরুল ইসলাম, অনাদিকৃষ্ণ মন্ডল, অজিৎ সরকার, বেল্লাল উদ্দীন, শেখ বারিকুল ইসলাম, শংকর ঢালী, নজির আহম্মদ, সফিকুল ইসলাম, জয়ন্ত পাল, উত্তম কুমার সানা, মো. সাইদুর রহমান, রেখা রাণী বিশ্বাস, সরদার সুবেহ সাদিক, রেহানা পারভীন, সঞ্জয় মন্ডল,  শিবুপ্রসাদ সরকার, ভবরঞ্জন বৈদ্য, জান্নাতুল ফেরদৌস , সমরেশ মন্ডল, রাশনা শারমিন, বিজয় কৃষ্ণ মন্ডল, শরিফা খাতুন, সোহেল এবং অফিস সহকারী টুটুল সরদার সহ অনেকে।

   


পাঠকের মন্তব্য