মিয়ানমারের ২২৯ বিজিপি আশ্রয় নিলো বাংলাদেশে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতর

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতর

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের জেরে এখন পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা সদস্য, কাস্টমস কর্মী ও সাধারণ নাগরিকসহ মোট ২২৯ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে ২ জন নারীও রয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতর বিষয়টি নিশ্চিত করেছে।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এ নিয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যের সংখ্যা ২২৯ জনে দাঁড়িয়েছে।

তিনি বলেন, এখানে শুধু বিজিপি সদস্য নয়, সেনা বাহিনীর সদস্য, কাস্টমস সদস্য ও আহত মিয়ানমারের সাধারণ নাগরিক রয়েছে। এ মুহূর্তে কতজন আহত রয়েছে, বলা যাচ্ছে না। বিজিবি এদের হেফাজতে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

বিজিবি নাসাকা সদস্যদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

   


পাঠকের মন্তব্য