নবীগঞ্জে জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী হলেন যারা 

এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থা

এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা ২০২৪ এ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে  চল্লিশ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করেছেন। 

গতকাল শনিবার (১০ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়।  

মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- 

ক  বিভাগে ১ম স্থান হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জাকারিয়া ইউসুফ মিসকাত,  ২য় স্থান আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয়ের অনিন্দ অদ্রি সরকার, ৩য় স্থান নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাবিহা মিলন তোহা, ৪র্থ স্থান হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সৃজিতা দাশ সিঁথি, ৫ম স্থান মাদারল্যান্ড আইডিয়াল স্কুলের মোহনা আচার্য্য, ৬ষ্ঠ স্থান হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অতনু রায় প্রিয়ম, ৭ম স্থান নবীগঞ্জ জে কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নওরোজ রাব্বানী নাফী, ৮ম স্থান উপজেলা স্কুল, নবীগঞ্জের দেবশ্রী সরকার কল্প, ৯ম স্থান হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের  আতিফ আহমেদ চৌধুরী এবং ১০ম স্থান অধিকার করেন হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রত্যয় নিনাদ রায়। 

খ বিভাগে ১ম স্থান হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শাওন দাশ নিরব, ২য় স্থান হিরা মিয়া গার্লস হাই স্কুলের পড়শী চক্রবর্তী ও  ৩য় স্থান হিরা মিয়া গার্লস হাই স্কুলের জাকিয়া আক্তার ঝিলিক, ৪র্থ স্থান নবীগঞ্জ জে কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঞ্জল মালদার, ৫ম স্থান বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অর্ঘ দেবনাথ, ৬ষ্ঠ স্থান নবীগঞ্জ জে কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মো: সাকির বক্স, ৭ম স্থান হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সৌহার্দ রায়, ৮ম স্থান হিরা মিয়া গার্লস হাই স্কুলের সুস্মিতা দাশ তালুকদার, ৯ম স্থান নবীগঞ্জ জে কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দেবজিৎ দাশ বর্ন ও ১০ম স্থান অধিকার করেন আউশকান্দি র. প. উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মোছা: রেশমা আক্তার মাছুমা।  

গ বিভাগে ১ম স্থান কুর্শ্বা খাগাউড়া মাধ্যমিক বিদ্যালয় ঐশী রানী দাস, ২য় স্থান হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সৌমিক দাস সাম্য এবং ৩য় স্থান হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অয়ন রায়, ৪র্থ স্থান হিরা মিয়া গার্লস হাই স্কুলের হৃদিতা রায়, ৫ম স্থান নবীগঞ্জ জে কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিয়াম আহমেদ, ৬ষ্ঠ স্থান হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইসরাত জাহান ইমা,  ৭ম স্থান হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মোছা: নুসরাত ফাতেমা নূরী, ৮ম স্থান হাজ্বী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়র মো: নাদিরুজ্জামান তুয়েল, ৯ম স্থান দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার ছামিয়া জান্নাত চৌ: নিসা  এবং  ১০ম স্থান অধিকার করেন হিরা মিয়া গার্লস হাই স্কুলের জুঁই রানি সিংহ। 

ঘ বিভাগে ১ম স্থান নবীগঞ্জ সরকারি কলেজের বিশাল আচার্য্য তন্ময়, ২য় স্থান বৃন্দাবন সরকারি কলেজের পিনাকী আচার্য্য তন্বী ও  ৩য় স্থান নবীগঞ্জ সরকারি কলেজের তামান্না আক্তার৷  ৪র্থ স্থান দারুল হিকমাহ জ. ই. আ. মাদরাসার মাজহারুল হক, ৫ম স্থান নবীগঞ্জ সরকারি কলেজের রিংকি দেবনাথ, ৬ষ্ঠ স্থান নবীগঞ্জ সরকারি কলেজের পিংকি আচার্য্য, ৭ম স্থান নবীগঞ্জ সরকারি কলেজের সাহেদা বেগম, ৮ম স্থান নবীগঞ্জ সরকারি কলেজের সন্দ্বীপ দাশ পান্থ, ৯ম স্থাননবীগঞ্জ সরকারি কলেজের নাদিয়া চৌধুরী ও ১০ম স্থান অধিকার করেন নবীগঞ্জ সরকারি কলেজের নাজাত হোসেন চৌধুরী মারুফ। 

এসময় স্বনির্ভর প্রজেক্টের আওতায় ৫টি পরিবারের মধ্যে ছাগল বিতরন করা হয়েছে। এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থার বর্ষসেরা সদস্য নির্বাচিত হয়েছেন সাহিদা, নুহাস ও মাহবুব। উল্লেখ্য,  ৯ই ফেব্রুয়ারি এক মুঠো হাসি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১৪৪৯ জন  শিক্ষার্থী অংশগ্রহণ করে।

   


পাঠকের মন্তব্য