ইসরাইলকে নিশ্চিতভাবে জবাব দেয়া হবে: হিজবুল্লাহ

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই শিশু নিহত হওয়ার পর তেল আবিবের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা উচ্চারণ করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এটি বলেছে, নিশ্চিতভাবে লেবাননের প্রতিরোধ আন্দোলন এর জবাব দেবে।

বুধবার দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় এক নারী তার দুই শিশুসন্তানসহ নিহত হন এবং আরেক হামলায় এক হিজবুল্লাহ যোদ্ধা শহীদ হন।

এ সম্পর্কে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিউদ্দিন তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, “দক্ষিণ লেবাননে আজকের যে আগ্রাসনে কয়েকজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন তা বিনা জবাবে পার পাবে না। নিশ্চিতভাবে এর জবাব দেয়া হবে এবং জবাব হবে উপযুক্ত পর্যায়ে।”

ইসরাইল বুধবারের হামলা চালিয়ে দাবি করেছে, অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলীয় সাফেদ এলাকায় হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরাইলি নারী সেনার নিহত হওয়ার প্রতিশোধ নিতে বুধবারের হামলা চালানো হয়েছে। সাফেদ এলাকায় হিজবুল্লাহর রকেট হামলায় ৮ ইসরাইলি আহত হয়েছে যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গত মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তার সংগঠন ইসরাইল বিরোধী হামলা চালিয়ে যাবে। তিনি বলেন, “যেদিন গাজায় গুলিবর্ষণ বন্ধ হবে সেদিন আমরা উত্তর ইসরাইলে গুলিবর্ষণ বন্ধ করব।” সাইয়্যেদ নাসরুল্লাহ আরো বলেন, “ইসরাইল যদি হামলা জোরদার করে তাহলে আমরাও একই কাজ করব।”

   


পাঠকের মন্তব্য