গোয়ালন্দ পৌর ছাত্রলীগের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান 

পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল ও সাধারণ সম্পাদক আকাশ সাহার নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি শুরু হয়

পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল ও সাধারণ সম্পাদক আকাশ সাহার নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি শুরু হয়

গোয়ালন্দ পৌরসভার এলাকায় গো-হাটের পাশে মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স এবং বঙ্গবন্ধু মুরাল  এর আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কর্মসূচি হাতে নিয়েছে গোয়ালন্দ পৌর ছাত্রলীগের নেতা কর্মীরা। 

১৭ ই ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল ও সাধারণ সম্পাদক আকাশ সাহার নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি শুরু হয়। 

জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স  নির্মাণ করা হয়। এই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু অসচেতন মানুষজন এ ভবনের আশেপাশে ময়লার ভাগার এ পরিণত করেছে। এ সময় পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল ও সাধারণ সম্পাদক আকাশ সাহার নেতৃত্বে সকল পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা এ ভবনের আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন শুরু করেন। 

এ সময় উপস্থিত ছিলেন,রাতুল আহমেদ সজল সভাপতি পৌর ছাত্রলীগ, আকাশ কুমার সাহা সাধারণ সম্পাদক পৌর ছাত্রলীগ, আসাদুজ্জামান রিয়াদ যুগ্ম সাধারণ সম্পাদক,আকাশ সাহা দপ্তর সম্পাদক পৌর ছাত্রলীগ, ইসমাইল হোসেন মিদুল সাংগঠনিক সম্পাদক সরকারি গোয়ালন্দ  কামরুল ইসলাম ডিগ্রী কলেজ,মো: আল-আমিন মিয়া সাধারণ সম্পাদক পৌর ৪নং ওয়ার্ড ছাত্রলীগ,পার্থ কুমার শীল সাধারন সম্পাদক পৌর ৫ নং ওয়ার্ড ছাত্রলীগ,নিলয় ভক্ত, জীবন,রাব্বানী, রাতুল, দিহান, মাহিন সহ পৌর ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী। 

পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ  ও সাধারণ সম্পাদক আকাশ সাহা বলেন, বঙ্গবন্ধুর মুরালের আশেপাশে অপরিষ্কার আমরা এটা মেনে নিতে পারি না ।নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র বরাবর চিঠি প্রদান করবো।

   


পাঠকের মন্তব্য