কক্সবাজারে বনভূমি জবরদখলে জড়িত দুই রোহিঙ্গা আটক; স্হাপনা উচ্ছেদ

দক্ষিণ বন বিভাগের কক্সবাজার

দক্ষিণ বন বিভাগের কক্সবাজার

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রেঞ্জের লিংকরোড বিট কাম স্টেশনে বিট কর্মকর্তা মোহাম্মদ ইসরায়েল যোগদানের পর থেকে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান ও বনভূমি দখল করে অবৈধভাবে স্হাপনা নির্মাণে উচ্ছেদ অভিযান চালিয়ে বনভূমি জবরদখলমুক্ত করা সহ বন অপরাধে জড়িতদের বিরুদ্ধে মামলা দিয়ে অপরাধীদের মাঝে আতঙ্ক তৈরি করেছে।

এরি ধারাবাহিকতায় গত ২৩ ফেব্রুয়ারী কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা ও স্পেশাল টিমের ওসি সমির রঞ্জন সাহা'র নির্দেশনায় ও লিংকরোড বিট কাম স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইসরায়েল এর নেতৃত্বে দক্ষিণ মুহুরীপাড়ায় বনভূমি জবরদখল করে স্হাপনা নির্মাণের সময় দুটি অবৈধ স্হাপনা উচ্ছেদ সহ জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।  

আটক দুই আসামী রোহিঙ্গা,তারা হলেন শামছুদ্দোহা (২৫) পিতা শামশুল আহমদ ও এনামুল হাকিম (৩০) পিতা মীর আহমদ।
তারা উখিয়ার কুতুপালং ১৯ নং ক্যাম্পের বাসিন্দা।  

লিংকরোড বিট কর্মকর্তা মোহাম্মদ ইসরায়েল জানান,লিংকরোড দক্ষিণ মুহুরীপাড়ায় দু'জন রোহিঙ্গা'র নেতৃত্বে বনভূমি দখল করে স্হাপনা নির্মাণ করা হচ্ছে।এমন সংবাদ পেয়ে বনবিভাগ উচ্ছেদ অভিযান চালিয়ে দুটি ঘর ভেঙে গুড়িয়ে দেয়।এতে জড়িত দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। 

এবিষয়ে কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা ও স্পেশাল টিমের ওসি সমির রঞ্জন সাহা বলেন, বনভূমি রক্ষায় বন বিভাগ জিরোট্রলারেন্স নীতি অনুসরণ করছে। বন অপরাধে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।বনভূমি জবরদখল করে স্হাপনা নির্মাণকালে দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে, এবং দুটি স্হাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

   


পাঠকের মন্তব্য