পটুয়াখালীতে ময়লার স্তূপ থেকে এক নবজাতক শিশু উদ্ধার 

এক নবজাতক শিশু

এক নবজাতক শিশু

পটুয়াখালীতে এক নবজাতক শিশু ময়লার স্তূপ থেকে জীবন্ত অবস্থায় উদ্ধার। এই ঘটনা ঘটেছে পটুয়াখালী পৌর শহরের অফিসার্স ক্লাবের পাশে অবস্থিত একটি ক্লিনিকের কাছে। উদ্ধারের পর, শিশুটিকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ঘটনাটি আজ দুপুরে ঘটে যখন এলাকার এক বাসিন্দা, ইয়ামিন, ময়লা ফেলার সময় শিশুটির কান্না শুনতে পান। রক্তমাখা কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখে তিনি আশপাশের লোকজনকে খবর দেন।

হাসপাতালে নিয়ে আসার পর, চিকিৎসকরা শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করে তাকে চিকিৎসা দিচ্ছেন এবং অক্সিজেন সাপোর্ট প্রদান করা হয়েছে। সদর থানার ওসি, মো. জসিম উদ্দিন, জানিয়েছেন যে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এবং শিশুটির মা-বাবার পরিচয় এখনো জানা যায়নি।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক, শিলা রানী দাস, বলেছেন যে শিশুটির চিকিৎসা ও যত্নের সব খরচ তাদের দপ্তর বহন করবে। সুস্থ হওয়ার পর, শিশুটিকে শিশুনিকেতনে পাঠানো হবে অথবা দত্তক গ্রহণে আগ্রহী কোনো পরিবারের কাছে আদালতের মাধ্যমে হস্তান্তর করা হবে।

   


পাঠকের মন্তব্য