পাইকগাছায় জমি ফেরত পেতে এক বয়োবৃদ্ধার আকুতি 

আদালতে নিষেধাজ্ঞা সত্ত্বেও জবরদখল

আদালতে নিষেধাজ্ঞা সত্ত্বেও জবরদখল

পাইকগাছা পৌরসভার গোপালপুর গ্রামের সহিল উদ্দিন মিস্ত্রির স্ত্রী হাছিনা বিবি তার স্বত্ব দখলী শিববাটি মৌজার ৩ বিঘা জমি ও লিজ ঘের ফেরত পেতে হাউমাউ  করে কান্নাকাটি করছে। 

রবিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি ভূমিহীন কৃষক হিসাবে ১৯৯২ সালে উপজেলার শিববাটি মৌজায় বন্দোবস্ত মূলে ৩ বিঘা জমি প্রাপ্ত হই। ভোগদখলেও আছি। কর-খাজনা পরিশোধ সহ বর্তমান জরীপে আমার নামে চুড়ান্ত রেকর্ড হইয়াছে। ইতিপূর্বে পাইকগাছা পৌরসভা, পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু, ইসলাম গাজী সহ অনেকেই জমি জবর দখলের জন্য চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সিনিয়র পাইকগাছা সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করি। মামলাটি বিচারধীন আছে ও বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় আদালত। 

এমতাবস্থায় তারা গোপনে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। চলতি বছর আমি ও পুত্র আজিবার রহমান  জমিতে ২টি বাসাবাড়ি নির্মাণ করে বিভিন্ন প্রজাতির পোনা মাছ ছেড়ে মৎস্য ঘের পরিচালনা করিতেছি। ঘেরের মাছও ধরার উপযোগী হয়েছে। এমতাবস্থায় মনিরুল ইসলাম মন্টু ও ইসলাম গাজীর যোগাযোগে গত ২০ ফেব্রুয়ারি ২৪ তারিখ মঈনুল ইসলাম বাবু গোলদার সহ ১০/১৫ জন লোক নিয়ে হাছিনার লিজ ঘের দখল করে। ঐ সময় তারা হাসিনাকে, তার পুত্র আজিবর ও আজিবরের বউ কে মারপিট করে খুন জখমের ভয় দেখিয়ে  তাড়িয়ে দেয়।হাছিনা লিজ ঘেরটি ফেরত নেয়ার চেষ্টা করলে ফেরত না দিয়ে জবর দখলে রেখেছে। 

তাই প্রতিকার পেতে নিরুপায় হয়ে সংবাদ সম্মেলন করে কেঁদে কেঁদে সরকার ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ওই বয়োবৃদ্ধা।

   


পাঠকের মন্তব্য