বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রকে পূর্ণাঙ্গ থানার দাবিতে মানববন্ধন 

থানা ঘোষনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

থানা ঘোষনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০১৩ সালের ২৮ শে ফেব্রুয়ারি জামাতশিবির কর্তৃক ৪ পুলিশের নারকীয় হত্যাকান্ড ও ভয়াবহ তান্ডবের দ্রুত বিচার এবং মন্ত্রী মহোদয়গণের প্রতিশ্রুতি মোতাবেক বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রকে পূর্ণাঙ্গ  থানা ঘোষনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বামনডাঙ্গা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার (২৮ শে ফেব্রুয়ারি) সকালে উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় তদন্ত কেন্দ্রের সামনে এসে  মানববন্ধনে মিলিত হয়।

সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মজনু হিরোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিষ্ণু রাম রায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগ বামনডাঙ্গা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক এম এ আউয়াল করিব। বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,ইউপি সদস‍্য রানু মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম রাসেল, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, মুসফিকুল হাসান পিয়াল প্রমুখ।

এরআগে নিহত ৪ পুলিশ সদস‍্যের স্তম্ভে পূষ্পমাল‍্য অর্পণ, নিরবতা পালন ও দোয়া মোনাজাত করে নেতৃবৃন্দ।

   


পাঠকের মন্তব্য