পাইকগাছায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন 

উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু

উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু

পাইকগাছায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধু'র প্রতিকৃতি ও ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে দিবস উদযাপনের শুরুতে বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। 

উপস্থিত ছিলেন, অধ্যক্ষ সমরেশ রায়, অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মলঙ্গী, প্যানেল মেয়র শেখ মাহবুব রহমান রঞ্জু, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, প্রাণি সম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আ. আল মামুন, পিআইও ইমরুল কায়েস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী শেখ, ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি দাশ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, মহিলা কর্মকর্তা রেশমা আক্তার, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. মৌলুদা খাতুন, উপধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিয়ার রহমান, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, শহীদুল ইসলাম, মিলি জিয়াসমিন প্রমূখ।

অপরদিকে, দিবসটি উদযাপন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু'র সঞ্চালনায় বক্তৃতা করেন সংগঠনের সহ-সভাপতি সমিরণ সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মলঙ্গী, বিজন বিহারী সরকার, জিএম ইকরামুল ইসলাম, পৌর সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, শংকর দেবনাথ, দিজেন্দ্রনাথ মন্ডল, সুবাস রায়,‌শিবানন্দ রায়, জগদীশ রায়, প্রভাষক বাবলুর রহমান, নাজমা কামাল, মুক্ত অধিকার, পৌর ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশ, জয়, অর্ঘ্য সহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

   


পাঠকের মন্তব্য