সুন্দরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম

উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম

দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো, এই প্রতিপাদ্যকে সামনে রেখ, এসএলসিআরডিসিআর প্রজেক্টর এসকেএস ফাউন্ডেশন ও দাতা সংস্থা মুসলিম এইড (Muslim Aid) ইউকে  বাংলাদেশ কান্ট্রি অফিস এর সহযোগিতায় সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) কর্তৃক আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং দুর্যোগ প্রস্তুতি মেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ মমিন, প্রজেক্ট অফিসার প্রসেনজিৎ রায়,প্রজেক্ট ম‍্যানেজার রেজাউল করিম,ডিপুটি ডিরেক্টর এসকেএস ফাউন্ডেশন খন্দকার জাহিদ সোরওহাব, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহাজাহান মিঞা, সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, ফায়ার সার্ভিসের একটি টিম, এসকেএস ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের অফিস ও ফিন্ড অফিসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এরআগে একটি র‍্যালী সুন্দরগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

   


পাঠকের মন্তব্য